নোয়াখালীতে পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগের

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: দীর্ঘ তিন বছর পর শহীদ ভুলু স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে খেলার উদ্বোধন করেন নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে এ উদ্বোধনের মধ্য দিয়ে নোয়াখালীতে পর্দা উঠল বঙ্গবন্ধু জেলা ফুটবল লিগ ২০২২-২৩ এর।

নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে ও প্রাইম ওয়েল টায়ার লিমিটেডের পৃষ্ঠপোষকতায় টুর্নামেন্টে ৭টি ক্লাব অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় ব্রাদার্স ইউনিয়ন নোয়াখালী ও সানরাইজ স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে।

উদ্বোধনী বক্তব্যে একরামুল করিম চৌধুরী বলেন, করোনার কারণে দীর্ঘদিন পরে হলেও জেলায় এ আসরটি পুনরায় শুরু হওয়ায় অনেকে খুশি হয়েছি। মন সতেজ রাখতে খেলাধুলার বিকল্প নেই। আমার পক্ষ থেকে ৭টি ক্লাবকে নগদ ৫০ হাজার টাকা করে দিলাম। জেলা ছাড়াও বিভিন্ন তৃণমূল পর্যায়ে খেলাধুলা চলমান রাখা জরুরি। সবসময় আমার সহযোগিতা অব্যাহত থাকবে।

নোয়াখালী জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর সভাপতিত্বে এসময় জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি দেওয়ান মাহবুবুর রহমান,পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.