অমর একুশে বইমেলায় প্রকাশিত হল রাকিবের কিশোর গোয়েন্দা উপন্যাস 'টিম THE EXCLAMATORY'

সাহিত্য ডেস্ক :: শত বাঁধা বিপত্তি পেরিয়ে যখন লেখকের হাতে বই আসে তখন তাঁর অনুভূতি কেমন জানেন? যেন, যুদ্ধ শেষে কোন বীর তাঁর অস্ত্র হাতে ফিরে আসলো। নতুন লেখক আবদুল্লাহ আল রাকিব। প্রকাশিত হলো তাঁর নতুন বই 'টিম the exclamatory' এটি একটি কিশোর গোয়েন্দা উপন্যাস। 

উপন্যাস সম্পর্কে রাকিবের কথা, ""আঠারো বছর বয়স কী দুঃসহ, র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি"। কবি সুকান্ত ভট্টাচার্য তাঁর কবিতায় বলেছিলো। এই বয়সটা প্রচন্ড উত্তেজনার, তার উপর যদি এই বয়সেই গোয়েন্দা হয়ে থাকেন? আপনার টিমেই যদি থাকে আরো চারজন, কেমন হয়? শেষমেশ, যদি বের করে আনেন কোটি টাকার গুপ্তধন আর লাশ! 

মাত্র,  নবম  থেকে  দশমে  উঠবে  এমন  পাঁচ  কিশোর-কিশোরী।  ইতিমধ্যেই  জড়িয়ে  গেছে  Team the exclamatory  নামে  একটি  গুপ্ত  গোয়েন্দা  সংস্থার  সাথে।  এর  পিছনের  গল্প  এই  উপন্যাসে  আনা  হয়নি।  উপন্যাসের  মূল  প্লট  ছাড়াও  আরো  দুটি  মিশন  তুলে  ধরা  হয়েছে।  একটি  স্কুলে  অন্যটি  যাত্রাপথে  বাস  কেলেঙ্কারির।  গ্রামের  এক  জমিদার  বাড়িতে  বেড়াতে  যায়  তাঁরা।  মজা  করে  জমিদার  বাড়িতে   ভূত  খুঁজতে  গিয়ে  সূত্র  পায়  গুপ্তধনের। গোপন  ভাষায়  লেখা  থাকে  কিছু,  তারপর  আরো  কয়দিন  ধরে  খুঁজে  পায়  বেশ  কয়েক  ধরনের  সংকেত,  সেই  ধরে  আস্তে  আস্তে  এগোতে  থাকে  গুপ্তধন  উদ্ধারের দিকে,  শেষমেষ  সফলও  হয়। গ্রামের  এক  প্রান্তে...." 

বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বইমেলার ২১২-১৩ নং বাংলার প্রকাশনের স্টলে। পৃথিবীতে বইয়ের সুঘ্রাণ জড়িয়ে যাক এই প্রত্যাশা রাকিবের।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.