কোম্পানীগঞ্জে পুলিশের হাত থেকে হ্যাণ্ডকাপসহ আসামী পালিয়ে গেছে

কোম্পানীগঞ্জ  প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এক মাদক ব্যবসায়ী গ্রেফতারের পর পুলিশের হাত থেকে হ্যাণ্ডকাপসহ পালিয়ে যাওয়ার খবর  পাওয়া গেছে। এঘটনা ঘটে  আজ বুধবার দুপুর ২ টায় উপজেলার বসুরহাট পৌরসভা ৮ ওয়ার্ডের  জামাইটেক এলাকায় স্বর্ণকার বাড়ীতে।

পলায়নকারী আসামী  ইসমাইল হোসেন বয়াতি ওই এলাকার স্বর্ণকার বাড়ীর মৃত আলী আজ্জমের ছেলে ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি (৪০)। পৌরসভার ৮নং ওয়ার্ডের জামাইর টেক এলাকায় এ ঘটনা ঘটে। 

এলাকাবাসী সূত্রে জানা যায়, ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। কোম্পানীগঞ্জ থানার এএসআই রবিউল ইসলাম একটি সোর্সের সূত্রধরে তাকে  গ্রেফতার করে। গ্রেফতারের পর   হ্যাণ্ডকাপ পরানো অবস্থায়  পুলিশের কাছ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।  আসামী ইসমাইল হোসেনের পুত্রও এ মাদক ব্যবসার সাথে জড়িত তাকে গত সপ্তাহে পুলিশ আটক করলে সেও পালিয়ে যায়। পুলিশের কাছ থেকে পরপর এ দুই  আসামী একই বাড়ী থেকে  পালিয়ে যাওয়ার ঘটনাকে পুলিশের ব্যর্থতা বলে মনে করেন এলাকাবাসী।   তাদের  বিরুদ্ধে একধিক মামলা রয়েছে।

এএসআই রবিউল জানান, হ্যাণ্ডকাপসহ পালিয়ে যাওয়া আসামীকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ   (ওসি) মো: সাদেকুর রহমান জানান, অভিযানের সময় পুলিশের সংখ্যা কম থাকায় মাদক ব্যবসায়ী ইসমাইল হোসেন প্রকাশ বয়াতি তার সহযোগিদের সহায়তায় সে পালিয়ে যায়। এঘটনার পর পরই ওই এলাকায়   পুলিশের জনবল বৃদ্ধি করে  তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.