প্রেমিকার বোন হত্যা মামলায় প্রেমিকের আমৃত্যু কারাদণ্ড

সদর (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রেমিক-প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্ত দেখে ফেলায় প্রেমিকার ছোট বোনকে হত্যা মামলায় বড় বোনের প্রেমিককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বুধবার (২৯ জুন) দুপুর ১২টার দিকে নোয়াখালীর অতিরিক্ত জেলা জজ আদালতের বিচারক সৈয়দ মুহাম্মদ ফখরুল আবেদিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে আসামি উপস্থিত ছিলেন।

আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত মাইন উদ্দিন (২৮) উপজেলার চরহাজারী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত হোরনের ছেলে।

মামলার বরাতে জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি গোলাম আকবর জানান, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি মাইন উদ্দিনের সঙ্গে কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের এক কিশোরীর প্রেমের সম্পর্ক ছিলো।

২০১২ সালের ৮ মার্চ বিকেল ৪টার দিকে ওই কিশোরীর মা বাড়িতে না থাকার সুযোগে মাইন উদ্দিন বাড়িতে আসলে তাদের অন্তরঙ্গ অবস্থায় দেখতে পান ছোট বোন সালমা আক্তার (৮)।

এসময় এ ঘটনা মায়ের কাছে জানিয়ে দেওয়ার হুমকি দেয় সালমা। এতে ক্ষিপ্ত হয়ে মাইন উদ্দিন সালমা আক্তারকে কাঠের টুকরা দিয়ে আঘাত করে ও গলা টিপে হত্যা করেন। পরে বাড়ির পাশে ঝোঁপের মধ্যে তার লাশ ফেলে দেন তিনি।

গোলাম আকবর আরো জানায়, তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা। এরপর আদালত মামলায় সাক্ষ্য প্রমাণ শেষে বুধবার দুপুরে এ রায় ঘোষণা করে আদালত।

রায় ঘোষণার পর আসামিকে পুলিশ পাহারায় কারাগারে পাঠানো হয়। অপরদিকে, আসামি শারমিন আক্তারের বয়স তৎকালীন সময়ে ১৬ হওয়ায় তার বিরুদ্ধে শিশু আইনে শিশু আদালতে মামলার বিচার চলমান।

আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট স্বপন চন্দ্র পাল।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.