সেনবাগে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

www.noakhalitimes.com
সেনবাগ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর সেনবাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (অনুর্ধ -১৭) উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত টুর্নামেন্টের উদ্বোধন করেন সেনবাগ -সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য, আরটিভির চেয়ারম্যান আলহাজ্ব মোরশেদ আলম।

সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার নাজমুন নাহারের সভাপতিত্বে ও নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সেনবাগ পৌরসভার মেয়র আবু নাছের ভিপি দুলাল, সেনবাগ থানার অফিসার ইনচার্জ ইকবাল হোসেন পাটোয়ারি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক ও ডমুরুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন কানন, অর্জুনতলা ইউপির চেয়ারম্যান আবদুল ওহাব বিএসসি, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাজ্জাদ হোসেন ভূঁইয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অখিল শিকারী, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হক মিরন, সংসদ সদস্যের স্থানীয় প্রতিনিধি, আওয়ামী লীগ নেতা আলী আক্কাস রতন,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক মিজানুর রহমান মিঠু, যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন রানা।

এ সময় বেলুন উড়িয়ে অথিতিবৃন্দ টুর্নামেন্টের উদ্বোধন করেন। ১ম খেলায় সেনবাগ পৌর সভা দল ৪-১ গোলে অর্জুনতলা ইউনিয়ন দলকে পরাজিত করে। দ্বিতীয় খেলায় গাজীরহাট উচ্চ বিদ্যালয় ভেন্যুতে কাদরা ইউনিয়ন ৩-২ গোলে ছাতারপাইয়া ইউনিয়ন কে পরাজিত করে।

অপর ভেন্যু রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে নবীপুর ইউনিয়ন দল না আসায় বীজবাগ ইউনিয়ন দলকে এবং বয়স জনিত বিধি ভঙ্গের কারনে মোহাম্মদপুর ইউনিয়ন দলকে বাদ দিয়ে কাবিলপুর ইউনিয়ন দলকে বিজয়ী ঘোষণা করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.