নোয়াখালীতে ব্রুনাইয়ের রাষ্ট্রদূত হ্যারিস


সদর (নোয়াখালী) সংবাদদাতা :: মালয়েশিয়া প্রবাসীর আমন্ত্রণে বাংলাদেশে নিযুক্ত ব্রুনাই দারুস সালামের রাষ্ট্রদূত হাজি হ্যারিস বিন ওথমান একদিনের সফরে নোয়াখালী এসেছেন। নোয়াখালীর মান্নান নগরে ওই প্রবাসীর একটি এগ্রো প্রকল্প পরিদর্শন করেন তিনি।

শনিবার (৭ মে) বেলা ১১টায় জেলা সার্কিট হাউজে এসে পোঁছালে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান ও জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, নোয়াখালীর প্রবাসী পলাশ চৌধুরীর আমন্ত্রণে ব্রুনাই দারুস সালাম’র রাষ্ট্রদূত হাজী হ্যারিস বিন ওথমান নোয়াখালীতে এসেছেন। তিনি নোয়াখালীর বিভিন্ন স্থান ঘুরে দেখবেন। এ ছাড়া একটি প্রকল্পে বিনিয়োগের কথা রয়েছে তার।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, ব্রুনাই দারুস সালাম’র রাষ্ট্রদূত হাজী হ্যারিস বিন ওথমান নোয়াখালী জেলায় আগমনে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.