হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে ৩২ জনকে যুক্ত করবেন যেভাবে

www.noakhalitimes.com
বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক :: ৩২ জনকে সঙ্গে রেখে গ্রুপ কল করার সুবিধা এসেছে হোয়াটসঅ্যাপ। ফলে বড় ধরনের মিটিং এখন হোয়াটসঅ্যাপে করা যাবে। তাহলে চলুন জেনে নিই, হোয়াটসঅ্যাপ গ্রুপ কলে ৩২ জনকে যুক্ত করবেন যেভাবে -

১। যে গ্রুপ চ্যাটে আপনি ভয়েস কল করতে চাইছেন, প্রথমে সেটি খুলুন।

২। আপনার গ্রুপে যদি ৩৩ জন বা তার বেশি সদস্য থাকেন, তাহলে গ্রুপ কল অপশনে ট্যাপ করুন।

৩। আপনার গ্রুপের সদস্য সংখ্যা যদি ৩২ বা তার কম হয়, তাহলে ভয়েস কল অপশনে ট্যাপ করুন এবং আপনার সিদ্ধান্তটি নিশ্চিত করুন। প্রথম ৭ জন সদস্য যারা সেই কলের উত্তর দেবেন, তারা জয়েন করতে পারবেন। গ্রুপের বাকি সদস্যদের কেবল অংশগ্রহণ করতে হবে।

৪। এবার যেসব কন্ট্যাক্টদের আপনি কলে যোগ করাতে চান, তাদের খুঁজে বের করে যুক্ত করুন এবং তারপরে ভয়েস কল অপশনে ট্যাপ করুন।

এছাড়াও হোয়াটসঅ্যাপ আরও কিছু চমকপ্রদ ফিচার নিয়ে আসছে। এরমধ্যে থাকছে ইনস্টাগ্রাম বা টুইটারের মতো মেসেজ রিঅ্যাকশন ইমোজি, গ্রুপের যেকোনো মেসেজ বা মিডিয়া ফাইল ডিলিট এবং ২ জিবির বেশি ফাইল শেয়ার করার সুবিধা ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.