সোমবার (৩০ মে) সকালে নিহতের বড় ভাই এনামুল হক মাস্টার সংবাদ মাধ্যমকে মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মোহাম্মদ সুজন ওমানে কৃষিকাজ করতেন। কাজ শেষ করে ফেরার পথে সালালাহ নগরীর একটি সড়কে মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হন তিনি। পরে প্রবাসীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, পরিবারের স্বপ্ন পূরণের লক্ষে সাত বছর আগে ওমান পাড়ি দেয় সুজন। তার মৃত্যুতে বাবা-মা কান্নায় ভেঙে পড়েছেন।