শুক্রবার সকাল থেকে বিকালে পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারি পরিচালক মো. কাউছার মিয়া। অভিযানে সহযোগিতা করেন বেগমগঞ্জ মডেল থানা পুলিশ।
এ সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. কাউছার মিয়া জানান, বাজার নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
এর আগে বৃহস্পতিবারও চৌমুহনী বাজারের একটি গোডাউন থেকে ২০০ লিটার তেল জব্ধ করা হয়। পরে জব্দকৃত তেলগুলো সাধারণ ভোক্তাদের মাঝে খুচরা মূল্যে বিক্রি করা হয়।