সেচ্ছাসেবী সংগঠন চরকাঁকড়া ইউনিয়ন প্রবাসী ফোরাম এর আত্মপ্রকাশ

মজিবুর রহমান স্বপন :: চরকাঁকড়া ইউনিয়নের অসহায় গরীব মানুষের পাশে দাঁড়ানোর ব্রত নিয়ে নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চর কাঁকড়া ইউনিয়নের প্রবাসীদের উদ্যোগে গঠন করা হয়েছে চরকাঁকড়া ইউনিয়ন প্রবাসী ফোরাম।

চরকাঁকড়া ইউনিয়নের স্থানীয় বাসিন্দা, বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী যুবকদের সমন্বয়ে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠনের ২৭ সদস্যের কমিটির মাধ্যমে আত্মপ্রকাশ ঘটে। এই কমিটি ধীরে ধীরে প্রশস্ত করা হবে বলে জানা যায়।

গত ১লা জানুয়ারী ২০২২ রাত ৮টায় অনলাইন জুম মিটিং এর মাধ্যমে কমিটি ঘোষনা করা হয়। উপদেষ্টা মাহবুবুর রহমান নয়নের উপস্থিতিতে উক্ত কমিটির সভাপতি আশিকুল ইসলাম আসিফ , সিনিয়র সহ সভাপতি রাইয়্যান মুক্কি, সহ-সভাপতি সাইফুল ইসলাম , মোঃ রনি,নজরুল ইসলাম রিপন, জামান রানা, ইয়াছিন মামুন,মোঃ হারুন, সাধারণ সম্পাদক -আজগর হোসেন আদর, যুগ্ম সাধারণ সম্পাদক – আতিকুর রহমান সুজন, ফয়সাল রহমান, আরমান মাহমুদ, মোস্তাফিজুর রহমান পাভেল,মোঃ মহিন। সাংগঠনিক সম্পাদক – লোকমান হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক – হেলাল খান সুজন,মামুন আব্বাস,মেহেদী হাসান বাপ্পি, ফখরুল ইসলাম, রিয়াদ আহমেদ, আকবর কবির শরিফ। প্রচার সম্পাদক – জসিম উদ্দিন, সহ-প্রচার সম্পাদক মোঃ হৃদয়। সমাজ কল্যাণ সম্পাদক -মোঃ ইব্রাহিম। ক্রীড়া সম্পাদক – জহিরুল ইসলাম বাবু,ধর্ম বিষয়ক সম্পাদক -আনোয়ার হোসেনের নাম ঘোষণা করা হয়।

সংগঠনের সভাপতি আসিফ জানান, চরকাঁকড়া ইউনিয়নের সকল গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে এ-ই সংগঠন কাজ করবে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.