কোম্পানীগঞ্জে চেয়ারম্যান প্রার্থী মিরন'র গাড়িতে দুর্বৃত্তদের হামলা

কোম্পানীগঞ্জ প্রতিনিধিঃনোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ঘোড়া প্রতীকে চেয়ারম্যান প্রার্থী জাহাঙ্গীর আলম মিরনের ব্যক্তিগত গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে দুর্বৃত্তরা।

জানা যায়, বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটায় তাঁর নির্বাচনী অফিস থেকে বাড়ি ফেরার পথে ৪নং চরকাঁকড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় সংলগ্ন মুক্তিযোদ্ধা মুনির আহমদ এর বাড়ির সামনে ৫/৭জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল যোগে এসে প্রার্থী মিরণের গাড়িটির সামনে দাঁড়িয়ে রড ও কিরিচ দিয়ে আঘাত করতে থাকে। এ সময় দুর্বৃত্তরা গাড়িটির সামনের গ্লাস সম্পূর্ণ ভেঙ্গে ফেলে এবং প্রার্থীকে গাড়ি থেকে বের করে আনার  জন্য  গাড়ির দরজার খোলার বারবার চেষ্টা করে ব্যর্থ হয়। ভাংচুরের শব্দ শুনে স্থানীয়রা এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে ঘটনাস্থলের কাছাকাছি জায়গা থেকে একটি কিরিচ উদ্ধার করে।       

 

জাহাঙ্গীর আলম মিরন জানান, জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে প্রতিদ্বন্দ্বীরা আমার ওপর হামলা চালাতে এসে গাড়ি ভাংচুর করেছে। গত দুইদিন কে বা কারা আমার পোস্টার-ব্যানার ছিঁড়ে ফেলছে। আমার গতিবিধি অনুসরণ করছে। আমি বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

কোম্পানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন বলেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) চরকাঁকড়াসহ কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে চরকাঁকড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ সমর্থি ত ৪জন সহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.