চাটখিল (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর চাটখিল উপজেলায় চাটখিল ইবনে সিনা জেনারেল হাসপাতালে জরিমানা ও শিল্পী ডেন্টাল নামের একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় এ আদেশ দেন।
অভিযানকালে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শহিদুল ইসলাম নয়নসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।