চরহাজারী হোসেনেয়ারা হোসাইন স্মৃতি ফাউন্ডেশন'র শিক্ষা বৃত্তি বিতরণ

এএইচএম মান্নান মুন্না:নোয়াখালীর কোম্পানীগঞ্জ চরহাজারী  হোসেনেয়ারা  হোসাইন স্মৃতি ফাউন্ডেশন ২০২০ খ্রি, এর  শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান আজ সোমবার (৬ডিসেম্বর) সম্পন্ন  হয়েছে।

সকাল ১০ ঘটিকায় চরহাজারী মহিলা দাখিল মাদ্রাসায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে ২০ জন মেধাবী ও গরীব শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি ও শিক্ষা উপকরণ  বিতরণ করা হয়।

অপর দিকে ,অত্র এলাকায় সমাজ সেবা ও শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চরহাজারী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাস্টার ফজলুল করিম ,সমাজ সেবায় অবদানে আলহাজ্ব নূরুল  ইসলাম   (শরনার্থী )ও চরহাজারী মহিলা মাদ্রাসার সুপারিন্টেডেন্ট  হাফেজ মাওলানা ফরিদ উদ্দিন  নূরীকে ধর্মীয় শিক্ষায় নারী জাগরণের অবদানে সম্মাননা স্বারক প্রদান করা হয় ।

পুরুস্কার বিতরণ পূর্বে বক্তব্য রাখেন মহিলা মাদ্রাসার সভাপতি মাস্টার ফজলুল করিম (চেয়ারম্যান) হাজারী হাট আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ উল্লাহ, আমেরিকান প্রবাসী নুরুল ইসলাম শরনার্থী, ফাউন্ডেশন এর আহ্বায়ক মোফাচ্ছের হোসাইন, মাদ্রাসার সুপারিন্টেডেন্ট মাওলানা ফরিদ উদ্দিন নূরী, সহ- সুপারিন্টেডেন্ট  হাফেজ মাওঃ সালেহ উদ্দিন ।

উল্লেখ্য, যাদের নামে এই ফাউণ্ডেশন স্থাপিত হয় তাঁরা হলেন  ,আবু মাঝির হাট উচ্চ বিদ্যালয়ের  সাবেক ধর্মীয় শিক্ষক ও মধ্যম চরহাজারী মৌলবী কমর উদ্দিন জামে মসজিদের সাবেক খতীব মরহুম মাওলানা রফিকুল হোসাইন ও তাঁর সহধর্মিনী হোসনেয়ারা বেগম । 

তাঁদের দুই সুযোগ্য সন্তান মানবতাবাদী -মোফাচ্ছের হোসাইন ও আমেরিকান প্রবাসী মোরছালিন হোসাইন  পিতা – মাতার নামে এই ফাউণ্ডেশন প্রতিষ্ঠা করেন ।

বক্তারা, খতিব মরহুম মাওলানা রফিকুল হোসাইন ওপর স্মৃতি চারণ তুলেধরে বলেন, সমাজ ইসলামী অঙ্গনে একজন যোগ্য ও দরদী অভিভাবককে হারালো । মরহুম মাওলানা রফিকুল হোসাইন সমাজে অনুপম ব্যক্তিত্ববোধ ও যোগ্যতার বলে সবার হ্নদয় বিশেষ সম্মানের জায়গায় করে নিতে সক্ষম হয়েছেন। সমাজে তাঁর ঈমান, আকিদা, বয়ান ও ত্যাগ ইতিহাস হয়ে থাকবে ।

এদিকে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষক-শিক্ষার্থী, সমাজের ব্যক্তিবর্গ । উপস্থিত নেতৃবন্দ ও অন্যন্যারা মোনাজাতের মধ্য দিয়ে মাওলানা রফিকুল হোসাইন ও তাঁর সহধর্মিনীকে জান্নাতের সর্বোচ্চ সম্মান দান কামনা করেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.