নোয়াখালীতে গত ২৪ ঘন্টায় সর্বোচ্চ ২৯৩ জনের করোনা শনাক্ত

সদর (নোয়াখালী) সংবাদদাতা :: গত ২৪ ঘণ্টায় নোয়াখালীতে সর্বোচ্চ ২৯৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৩৯ জনে।

একই সময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। তিনি জেলার চাটখিল উপজেলার বাসিন্দা। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮৮ জনে। আক্রান্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ১৫ শতাংশ।

নতুন আক্রান্ত রোগীদের মধ্যে নোয়াখালী সদর উপজেলার ১০৯ জন, সূবর্ণচরের চারজন, হাতিয়ার চারজন, বেগমগঞ্জের ৪৩ জন, সোনাইমুড়ির ২৭ জন, চাটখিলের ২০ জন, সেনবাগের ৪০ জন, কোম্পানীগঞ্জের ৩৫ জন ও কবিরহাটের ১১ জন।

এদিকে, ২৪ ঘণ্টায় করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ২৫৮ জন রোগী। এ নিয়ে জেলায় মোট সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ১০০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬১ দশমিক ৮২ শতাংশ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.