প্রতিপক্ষের হামলায় কোম্পানীগঞ্জে কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রতিপক্ষের হামলায় অতর্কিত ছোঁড়া গুলিতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার ৮ অনুসারী গুলিবিদ্ধ হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত পৌনে ৯ঘটিকায় চরএলাহী ইউনিয়নে দূর্গম এলাকায় ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল গণির বাড়ীতে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ ৮ জনের মধ্যে চর এলাহী ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগ সভাপতি মোহাম্মদ বাহার (৩০) যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন (৩০), যুবলীগের কর্মী মোঃ সবুজ (৩০), মোঃ রুবেল (২৮), ফিরোজ আলম (৩৫), মোঃ ইউচুপ (২৭), মোঃ ইলিয়াছ’র (৪০) অবস্থা গুরুত্বর।

হামলায় আহত হওয়া অন্যান্য ব্যক্তিরা হলেন কামাল উদ্দীন(৩৫), আব্দুর রাজ্জাক (৪০), মো: নুরনবী (৪০)। আহতরা সকলে কাদের মির্জার অনুসারী।

চর এলাহী ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আব্দুল গণি জানান, চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র নেতৃত্বে তার চায়না বাহীনীর প্রধান শাহীনসহ আমার বাড়ীতে এই গুলি বর্ষন ও হামলা করে। তিনি আরো জানান, অপর দিকে আমার বাড়ীতে এ ঘটনার পর রাত ১১ টায় চর লেংটা গ্রামে মোহরম আলীর নেতৃত্বে স্থানীয় ব্যবসায়ী নুরনবীর দোকানে অগ্নিসংযোগ করে দোকানঘর পুড়িয়ে দেয়। এতে তার দোকানে ব্যাপক ক্ষতি হয়।

চেয়ারম্যান আব্দুর রাজ্জাক’র সাথে বারবার তার মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

এ ঘটনায় চেয়ারম্যান আব্দুর রাজ্জাক ও মহরম আলীকে প্রধান আসামী করে থানায় পৃথক দু’টি অভিযোগ দায়ের করা হয়।

এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুদ্দীন আনোয়ার’র সাথে আলাপ করা হলে তিনি জানান, গুলির ঘটনায় অভিযোগ পেয়েছি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে। অগ্নি সংযোগের অভিযোগ পাইনি। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.