বিশেষ প্রতিবেদক :: নোয়াখালীর কোম্পানীগঞ্জের মানিকপুর গ্রামে বাবা-মায়ের কবরের পাশে সমাহিত করা হবে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে।
বিএনপির নির্বাহী কমিটির সদস্য বজলুল করিম চৌধুরী আবেদ সংবাদ মাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
এদিকে মওদুদ আহমেদের ব্যক্তিগত সহকারী মো. মমিনুর রহমান সুজন জানান, বৃহস্পতিবার সিঙ্গাপুর থেকে মওদুদ আহমেদের মরদেহ বাংলাদেশে আনার চেষ্টা করা হচ্ছে।