কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষের ঘটনায় দায়েরকৃত বিভিন্ন মামলায় ছয় জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ মার্চ) বিকেলে বসুরহাট পৌর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি।
গ্রেফতারকৃতরা হলেন, ইকবাল চৌধুরী (৪৭), মহিউদ্দিন (৪০), আবুল খায়ের বিপুল (৩০), জাকের হোসেন সাহাবউদ্দিন (৩৬), ইউসুফ নবী (৪২) ও আবদুল মালেক (৪৪)।
শুক্রবার (১২মার্চ) বিকেল পর্যন্ত সাত মামলা রেকর্ড করা হয়েছে। এতে সহস্রাধিক লোককে আাসামি করা হয়েছে।