এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণের প্রতিবাদে কোম্পানীগঞ্জে ছাত্রদলের মানববন্ধন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে বর্বরোচিত গৃহবধূ ধর্ষণসহ বাংলাদেশে সা¤প্রতিক সব যৌন নিপীড়নের ঘটনার প্রতিবাদে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা মওদুদ ঘোষিত ছাত্রদল কমিটি মানববন্ধন ও প্রতিবাদসভা করে।

২৯ সেপ্টেম্বর (রোরবার) বিকাল ৪টায় বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ এর গ্রামের বাড়ির দরজায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি- আতোয়ার হোসেন পাভেল, সাধারণ সম্পাদক- আরিফুল হক আরিফ, সাংগঠনিক সম্পাদক হোসেন মোহাম্মদ এরশাদ, যুগ্নসম্পাদক- দেলোয়ার হোসেন সাইফুল, সরকারি মুজিব কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ সাইফুল্লাহ ইমন, চরহাজারীর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সোহেল প্রমুখ।

প্রতিবাদসভায় বক্তারা বলেন, সিলেট এমসি কলেজ ছাত্রাবাসে গৃহবধূ ধর্ষণের ঘটনা এমসি কলেজসহ সকল শিক্ষাপ্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করেছে। আমরা দেশের প্রত্যেকটি ধর্ষণ ঘটনার সুষ্ঠু তদন্ত করে শাস্তি চাই।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.