বেগমগঞ্জে বেদে পল্লীতে ঈদ উপহার বিতরণ করলেন পুলিশ সুপার

বেগমগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালীর বেগমগঞ্জে বেদে পল্লীর ৩০টি পরিবারে ঈদ আনন্দ পৌঁছে দিতে ঈদ উপহার হিসেবে  কোরবানির মাংস বিতরণ করেছেন পুলিশ সুপার মো. আলমগীর হোসেন।

এসময় তিনি বেদে পল্লীর সকল পরিবারের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন। রবিবার (২আগস্ট) দুপুরে বেগমগঞ্জের হলবানের পোল বেদে পল্লীতে ঈদ উপহার বিতরণ করা হয়।

পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, বেদে’সহ সমাজে পিছিয়ে পড়া ও অসহায় লোকজনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়ার লক্ষ্যে আমাদের এই কার্যক্রম। অসহায় মানুষের পাশে বাংলাদেশ পুলিশ সবসময় আছে এবং থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী সহ পুলিশ সদস্যরা


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.