কোম্পানীগঞ্জে শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ’র নাম পলক উম্মোচন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: ৭১’র রণাঙ্গনের শহীদ বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোহাম্মদ’র নাম পলক উম্মোচন করা হয়েছে। শনিবার (২৫জুলাই) সকাল ৯টায় নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ৫নং ওয়ার্ডের মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়া চেয়ারম্যান বাড়ীর দরজায় দৃষ্টিনন্দন এ পলকটি নির্মাণ করা হয়। পলক উম্মোচন করেন বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। পরে ওই পলকে সকল শহীদদের স্মরণে তিনি শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

পলক উম্মোচন শেষে মেয়র আবদুল মির্জা বলেন, এ পলক দেখে নতুন প্রজন্ম মুক্তিযোদ্ধাদের সম্পর্কে জানতে পারবে। কেন তারা মুক্তিযোদ্ধে অংশগ্রহণ করেছে? মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়ার এ উদ্যোগকে স্বাগত জানান। কোম্পানীগঞ্জের প্রত্যেক মুক্তিযোদ্ধার স্মৃতির লক্ষ্যে মৃত্যুর পর তাদের স্ব স্ব বাড়ির সম্মুখে এমন পলক নির্মাণে একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। এ সমাজে সদ্য প্রতিষ্ঠিত প্রতিবন্ধী সমাজ কল্যাণ সমিতির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাসও দেন তিনি।

উপজেলা বিএনপি’র আহ্বায়ক মুক্তিযোদ্ধা জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে পলক উম্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবু নাছের, মুক্তিযোদ্ধা নুর নবী চৌধুরী, বসুরহাট পৌর কৃষকলীগ সভাপতি সাহাব উদ্দিন, ইউপি সদস্য আলা উদ্দিন, বিএনপি নেতা আবুল হোসেন মানিক, মফিজ উল্যাহ, মিজানুর রহমান, আলা উদ্দিন, কামাল উদ্দিন, মোস্তাফিজুর রহমান, ইউসূফ সুমন, নিয়াজ আল মাহমুদ, মাস্টার আলমগীর হোসেন, নুর নবী বাবুল প্রমুখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.