বাংলাদেশে প্রথম করোনা ভ্যাকসিন আবিষ্কারের দাবি

স্বাস্থ্যডেস্ক :: বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের ভ্যাকসিন বা টিকা উদ্ভাবনের খবরে মানুষ যখন করোনা মোকাবেলায় আশাবাদী হয়ে উঠছে তখন সুখবর দিল দেশের একটি প্রতিষ্ঠানও। তারা দাবি করছে, তাদের তৈরি করা টিকা খরগোশের ওপর প্রাথমিকভাবে প্রয়োগ করে ইতিবাচক ফল পাওয়া গেছে। শিগগিরই প্রটোকল তৈরি করে ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

দেশের যে প্রতিষ্ঠানটি এই সুখবর দিয়েছে সেটা হলো গ্লোব বায়োটেক লিমিটেড। গতকাল বুধবার বিকেলে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. হারুনুর রশিদ বলেন, ‘আগামীকাল (আজ বৃহস্পতিবার) আমরা এই ভ্যাকসিন তৈরির বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব। সেই সঙ্গে এই ভ্যাকসিনটি সফল হলে আমরা এটা বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতি উৎসর্গ করতে চাই।’ তিনি আরো বলেন, ‘আমরা নারায়ণগঞ্জের রূপগঞ্জে আমাদের গবেষণা কেন্দ্রে প্রাণীর ওপর প্রাথমিক ট্রায়াল করেছি। আর তেজগাঁওয়ের ল্যাবে বাকি কাজ শুরু হয়েছে।’

প্রতিষ্ঠানটির গবেষকদলের প্রধান আসিফ মাহমুদ কালের কণ্ঠকে বলেন, ‘আমরা তিনটি খরগোশের ওপর প্রাথমিকভাবে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ করেছি। এতে আমরা ইতিবাচক অগ্রগতি দেখেছি। তাই এখন পরবর্তী প্রটোকল তৈরির কাজ চলছে। যা শেষ করেই আমরা সরকারের সংশ্লিষ্ট বিভাগে জমা দিব আনুষ্ঠানিক ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য।’

গতকাল গ্লোব বায়োটেক লিমিটেডের চেয়ারম্যানের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, করোনাভাইরাসের প্রকোপে সারা বিশ্বের মানুষ বিপর্যস্ত। তাই জাতীয় ও আন্তর্জাতিক প্রয়োজনে তাঁদের নিয়মিত গবেষণার পাশাপাশি কভিড-১৯ রোগ শনাক্তকরণ কিট, টিকা ও ওষুধ তৈরিসংক্রান্ত গবেষণা কর্মকাণ্ড তাঁরা শুরু করেছেন। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. কাকন নাগ এবং সিওও ড. নাজনীন সুলতানার সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত গবেষণায় কভিড-১৯ প্রতিরোধে টিকা (ভ্যাকসিন) উদ্ভাবন করতে সক্ষম হয়েছেন তাঁরা।

বিবৃতিতে বায়োটেকের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন, ‘এই টিকাটির সুরক্ষা ও কার্যকারিতা নিরীক্ষার লক্ষ্যে আমরা ক্লিনিক্যাল ট্রায়াল শুরু করার জন্য কাজ করে যাচ্ছি।’


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.