সোনাইমুড়ীতে সাইমুন হত্যা মামলার প্রধান আসামী গ্রেফতার

সোনাইমুড়ী (নোয়াখালী) সংবাদদাতা :: নোয়াখালী সোনাইমুড়ীতে মাদ্রাসা ছাত্র সাইমুন হত্যা মামলার প্রধান আসামী মীর হোসেন মিরা (২০), কে গ্রেফতার করেছে সোনইমুড়ী থানা পুলিশ।

বুধবার (১৭ জুন) মামলার তদন্তকারী কর্মকর্তা সোনাইমুড়ী থানার উপপরিদর্শক (এসআই)  ফারুক হোসাইন সঙ্গীয় ফোর্সসহ ঢাকার মোহাম্মদবাগের একটি বাসায় অভিযান চালিয়ে ভোর রাতে তাকে আটক করে। আটককৃত, মীর হোসেন সোনাইমুড়ী পৌরসভা ৫ নং ওয়ার্ড আলোকপাড়া আশরাফ আলী ব্যাপারী বাড়ির এছাক মিয়ার ছেলে।

গ্রেফতারকৃত মীর হোসেন মিরাকে জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি মোতাবেক হত্যাকান্ডে ব্যবহৃত ১টি টিপ ছুরি তার উপস্থিতিতে সোনামুড়ী পৌরসভার ৫নং ওয়ার্ডের আলোকপাড়ার ঘটনাস্থল থেকে ২ শত ফুট দক্ষিণে রেলওয়ে ব্রিজের নিচ থেকে উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গত ৯জুন বিকেলে ফুটবল খেলার মাঠে আলোকপাড়া গ্রামের আশরাফ আলী ব্যপারী বাড়ির এছাক মিয়ার ছেলে মীর হোসেন মিরার সাথে ফুটবল খেলাকে কেন্দ্র কওে একই গ্রামের শিমুলের তর্কবিতর্ক হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭ টার দিকে শিমুল তার ছোট ভাই সাইমুনকে নিয়ে সোনাইমুড়ী বাজারের উদ্দেশ্য রওনা হয়।এক পর্যায়ে শিমুলের বড় ভাই সাইমুন এগিয়ে এলে তাকে উপর্যপুরি ছুরিকাঘাতে মারাত্মক আহত হয়।স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এ ঘটনায় সাইমুনের বাবা সামছু উদ্দিন বাদী হয়ে মীর হোসেন মিরাকে প্রধান আসামী করে আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৫/৬ জনকে আসামী করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জিসান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে তাঁকে আটক করা হয়। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ জোর তৎপরতা চালাচ্ছে।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.