ফেনীর দাগনভূঞা উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে ৮ জনের করোনা শনাক্ত

ফেনী সংবাদদাতা :: ফেনীর দাগনভূঞা উপজেলা চেয়ারম্যানসহ নতুন করে আরো ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে ফেনীতে মোট আক্রান্তের সংখ্যা ৮৯ জন। সুস্থ হয়েছেন ৫০ জন। জেলার সিভিল সার্জন ডা.  সাজ্জাদ হোসেন জানান, আক্রান্তদের মধ্যে ৫ জন দাগনভূঞার ১ জন সোনাগাজীর, ২ জন ফেনী সদরের।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে দাগনভূঞা উপজেলার চেয়ারম্যান ও জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, দাগনভূঞা সদর ইউনিয়নের জগতপুরের ২ জন ও ইয়াকুবপুর ইউনিয়নের বিজয়পুরের দুইজন রয়েছে। ১ জন সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নের চান্দালা গ্রামের বাসিন্দা। বাকী ২ জন ফেনী সদর উপজেলার।

ফেনী স্বাস্থ্য বিভাগের সমন্বয়ক ডা. শরফুদ্দিন মাহমুদ জানান, এই পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।  মোট ৫০ জন সুস্থ হয়েছেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.