করোনায় বিশ্বের ১৭ দেশে ৬৬৮ বাংলাদেশীর মৃত্যু, আক্রান্ত ২৯০০০

গোলাম সারোয়ার ::  করোনায় বিশ্বের ১৭ দেশে আমাদের ৬৬৮ জন প্রবাসী মৃত্যুবরণ করেছেন এবং আক্রান্ত হয়েছেন ২৯,০০০ জন।
বিদেশে যাঁরা মারা গেছেন তাঁদের মধ্যে যুক্তরাষ্ট্রে ২৫৮ জন, যুক্তরাজ্যে ২০০, ইতালিতে ৯, কানাডায় ৯, ফ্রান্সে ৫, স্পেনে ৫, কাতারে ৪, সুইডেনে ৮, পর্তুগালে ১ জন।
অন্যদিকে সৌদি আরবে ১০২ জন, সংযুক্ত আরব আমিরাতে ৪৫, কুয়েতে ১৭, মালদ্বীপ, কেনিয়া, লিবিয়া, দক্ষিণ আফ্রিকা ও গাম্বিয়ায় ১ জন করে বাংলাদেশী মারা গেছেন।
পৃথিবীর যে দেশেই বাংলাদেশী মারা যাক, আমাদের কষ্ট হবেই। কারণ তাঁরা আমাদের ভাই-বোন, তাঁরা আমাদের আত্মার আত্মীয়।
কিন্তু মাত্র কয়েক লাখ বাংলাদেশীর ভিতরেই ঐসব উন্নত দেশে আমরা হারালাম আমাদের ৬৬৮ জনকে, অথচ প্রায় সাড়ে সতের কোটি মানুষকে আগলে রাখা আমাদের যৎসামান্য সামর্থ্যের দেশে আমরা হারতে দিয়েছি তারও অর্ধেক মানুষকে।
যাঁরা আমাদের সামর্থ্য নিয়ে কটাক্ষ করেন যখন তখন, তাঁরা নিশ্চয় এবার ভেবে দেখবেন, আমাদের আত্মার আসঞ্জন শক্তি আসলে কোথায়! কোথায় আমাদের অন্তর্নিহিত প্রাণশক্তি।
(লেখকের ফেসবুক স্ট্যাটাস থেকে সংগৃহিত)
লেখক : গোলাম সারোয়ার
কলামিষ্ট ও সাংবাদিক

শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.