প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বসুরহাট পৌর মেয়রের সৌজন্য সাক্ষাত

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই ও নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। সোমবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাত করেন মেয়র।

এসময় আবদুল কাদের মির্জা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে মুজিববর্ষ-২০২০ উপলক্ষ্যে প্রকাশিতব্য ‘জয়তু মুজিব’ স্মরণিকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাণী সংগ্রহ করেন।

এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত বসুরহাট সরকারী মুজিব কলেজের সকল বিষয়ে পদায়ন ও কোম্পানীগঞ্জের একমাত্র মহিলা কলেজ জৈতুন নাহার কাদের মহিলা কলেজকে এমপিওভুক্তি করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানান মেয়র আবদুল কাদের মির্জা।

এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দুটি শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানের আশ্বাস দেন। এছাড়া প্রধানমন্ত্রী মেয়র আবদুল কাদের মির্জার কাছে এলাকার সার্বিক খোঁজখবর জানতে চান এবং বর্তমান সরকারের সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর জন্য মেয়রকে নির্দেশনা প্রদান করেন প্রধানমন্ত্রী।

অন্যদিকে প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের স্বাস্থ্যের খোঁজ খরব নেন ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যস্ত সময়ে সংক্ষিপ্ত এ সাক্ষাতের সময় অন্যান্যের মাঝে নিউইয়র্ক আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের আন্তর্জাতিক উপ কমিটির সদস্য আইয়ুব আলী উপস্থিত ছিলেন।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.