শতভাগ বিদ্যুতায়নের আওতায় কোম্পানীগঞ্জ, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: শতভাগ বিদ্যুতায়নের আওতায় আসলো নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গণভবন থেকে নোয়াখালী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলার উদ্বোধন করেন।
কোম্পানীগঞ্জ উপজেলার ৪২টি গ্রামে ১২৮৪ কিলোমিটার বিদ্যুৎ লাইন ও ৪৪ হাজার সংযোগের মাধ্যমে শতভাগ বিদ্যুতায়িত উপজেলা হয়েছে।  

বিদ্যুৎ বিভাগের আয়োজনে এ সময় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার মো.আলমগীর হোসেন, পৌর মেয়র শহিদ উল্যাহ খান সোহেল, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ সাহাব উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, নোয়াখালী পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার গোলাম মোস্তফা, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সল আহমেদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা পুষ্পেন্দু বড়ুয়া, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, কোম্পানীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল, বসুরহাট পৌরসভার প্যানেল মেয়র আবুল খায়ের, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ সদস্য ফখরুল ইসলাম রাহাত প্রমূখ।


শেয়ার করুন

Author:

Etiam at libero iaculis, mollis justo non, blandit augue. Vestibulum sit amet sodales est, a lacinia ex. Suspendisse vel enim sagittis, volutpat sem eget, condimentum sem.