কোম্পানীগঞ্জে স্পিরিট সেবনে ৬ জনের মৃত্যু: পিতা-পুত্র আটক

Date:

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি :: নোয়াখালীর কোম্পানীগঞ্জে একটি হোমিও দোকানের স্পিরিট পান করে শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল থেকে আজ শনিবার সকাল পর্যন্ত ৬ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় আরও ২জনকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল ও ঢাকায় প্রেরণ করে আত্মীয় স্বজনেরা।

স্থানীয়দের অভিযোগ, বসুরহাট বাজারের পান বাজার সংলগ্ন রফিক হোমিও হল দোকানের স্পিরিট বিভিন্ন কোমল পানীয়ের সঙ্গে মিশিয়ে পান করে এ ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে, উপজেলার মোহাম্মদ নগর গ্রামের মৃত ফয়েজ আহমদ’র ছেলে মহিন উদ্দিন (৪০), বসুরহাট পৌরসভা ৮নং ওয়ার্ডের বাঁশ ব্যাপারী বাড়ির নুর নবী মানিক (৫০), পৌরসভা ৮নং ওয়ার্ডের ক্ষিরত মহাজন বাড়ির অনিল রায়’র ছেলে রবি লাল রায় (৫৭), চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজার এলাকার আবদুল খালেক (৭২), সিরাজপুর ইউনিয়নের মতলব মিয়ার বাড়ি সংলগ্ন সবুজ (৬০)। ওমর ফরুক লিটন ওরপে (রায়টার লিটন)।

স্থানীয় সূত্রে জানাযায়, পুলিশ জানার আগেই নিহত ৪ জনের দাফন সম্পন্ন হয়েছে। তবে আরও ২ জনের দাফন এখনো সম্পন্ন হয়নি। পরে পুলিশ খবর পেয়ে রবি লাল রায়’র ও মানিকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। অপরদিকে দুলালকে ফেনীতে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা যায়।

এ বিষয়ে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরিফুর রহমান, ৬ জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, একাধিক সূত্রে বিভিন্ন স্থানে স্পিরিট পানে ৬ জনের মৃত্যুর খবর শুনে নিহত বাড়ি পরিদর্শন করি। ঘটনাস্থল পরিদর্শনকালে ২ লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে ৪ জনের দাফন সম্পন্ন করা হয়েছে। দু’জনের লাশ ময়নাতদন্ত করা হয়। এ ঘটনায় পুলিশ স্পিরিট বিক্রির অভিযোগে বসুরহাট পান বাজারের রফিক হোমিও ঔষধ দোকানের মালিক ডা: জায়েদুল হক ও ছেলে পিয়মকে আটক করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

Popular

More like this
Related

চাটখিলে নবাগত ইউএনও এর মতবিনিময়

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধিনোয়াখালীর চাটখিল উপজেলার নবাগত...

কোম্পানীগঞ্জে আইএইচ আরসি’র ঈদ প্রীতি ও অভিষেক অনুষ্ঠান

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :আন্তর্জাতিক মানবাধিকার কমিশন (আই এইচআরসি) নোয়াখালী কোম্পানীগঞ্জ...

চাটখিলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মোহাম্মদ আমান উল্যা, চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি:নোয়াখালীর চাটখিল উপজেলায় পানিতে...