নুর উদ্দিন মুরাদ :: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ১জন সহ নোয়াখালীতে নতুন করে ২৩ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। নোয়াখালী সদর-০৯ জন, সুবর্ণচর-০২জন, চটিখিল-০১জন, সেনবাগ-০৮ জন,কোম্পানীগঞ্জ-০১ জন, কবিরহাট-০২জন।
কোম্পানীগঞ্জে আক্রান্ত ব্যাক্তির নাম নুর উদ্দিন, তিনি উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। আক্রান্ত ব্যাক্তিকে আইসোলেশনে পাঠানো এবং তার বাড়ী লকডাউন করার প্রক্রিয়া গ্রহন করছে উপজেলা প্রশাসন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্ত -৪৭৯ জন ,মৃত্যু-১০ জন,সুস্থ -৩৯ জন। সিভিল সার্জন অফিস সুত্রে জানা যায় গত ২৪ ঘন্টায় স্যাম্পল প্রেরণ-৩৩০ জন। প্রাপ্ত ফলাফলে দেখা যায়, পজিটিভ -২৩ জন। নেগেটিভ -১০২জন।
এযাবৎ পরীক্ষার জন্য মোট স্যাম্পল প্রেরণ করা হয়েছে ৪১১১ জনের এরমধ্যে ফলাফল পাওয়া গেছে ৩৫৪৭ জনের। জেলায় মোট পজিটিভ ৪৭৯ জন, নেগেটিভ ৩০৬৮জন।
আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা : ৪৩০ জন। কোভিড হাসপাতালে (শহীদ ভুলু ষ্টেডিয়াম) ভর্তি রোগীর সংখ্যা : ১৯ জন।
করোনায় আক্রান্তের সংখ্যা (উপজেলা ভিত্তিক তথ্য) : নোয়াখালী সদর ৮০ জন, সুবর্ণচর ১৭জন, হাতিয়া ০৬ জন, বেগমগঞ্জ ২২৬ জন, সোনাইমুড়ী ২৮ জন, চাটখিল ৩১ জন, সেনবাগ ২১ জন, কোম্পানীগঞ্জ ০৮ জন, কবিরহাট ৬২ জন।
জেলায় আক্রান্তের হার ১৩.৫১%, সুস্থতার হার ৮.১৭%।